ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার বিমানবন্দরে গুলি, গ্রেফতার ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ১৫ আগস্ট ২০২২

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিমানবন্দরে নিরাপত্তা স্ক্রীনিংয়ের কাছে গুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বয়স প্রায় ৬৩ বছর। 

রোববার (১৪ আগস্ট) ক্যানবেরা বিমানবন্দরে টার্মিনালে দুপুর ১.৩০ দিকে এই ঘটনা ঘটে। এসময় একজন ব্যক্তি কাঁচের জানালার দিকে প্রায় পাঁচটি গুলি চালায়। তখন নিরাপত্তার প্রয়োজনে টার্মিনালটি খালি করা হয়েছিলো। 

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, কোনো যাত্রী, কর্মী বা অন্য লোকদের দিকে কোনো গুলি চালানো হয়নি। যার কারণে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ অভিযোগ পত্রে জানান, লোকটি দুপুর ১.৩০ এর দিকে বিমানবন্দরে পৌঁছেছিল এবং প্রথম তলায় দক্ষিণ চেক-ইন ডেস্কের কাছের আসনে বসেছিল। পাঁচ মিনিট পরে তিনি উঠে দাঁড়ান এবং গুলি শুরু করেন।

যদিও পুলিশ খুব দ্রুতই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে পাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনও অভিযুক্ত ব্যক্তি কেন বিমানবন্দরকে হামলার লক্ষ্যবস্তু করেছে তা জানা যায়নি। সূত্র: বিবিসি, ৯ নিউজ

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি