চীনা শর্ট ভিডিও অ্যাপ টিকটক নিয়ে ‘নতুন বিতর্ক’
প্রকাশিত : ১৪:৫১, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:৫৮, ১৫ আগস্ট ২০২২
চীনের তৈরি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদন প্রকাশের পর এই বিতর্ক নতুন করে দানা বাঁধতে শুরু করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে- টিকটকে এমন ৩০০ জন কর্মী কাজ করছেন, যারা আগে চীনের রাষ্ট্রয়ত্ত্ব প্রাচারমাধ্যমে কাজ করতেন।
ফোর্বস জানিয়েছে- মূল কোম্পানি বাইটড্যান্স টিকটকে এমন কর্মীদের নিয়োগ দিয়েছে, যারা আগে সিনহুয়া, পিপলস ডেইলি ও চায়না গ্লোবাল টেলিভিশনের মতো চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমগুলোতে কাজ করেছেন।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে- লিঙ্কডইন প্রফাইল পর্যালোচনা করে এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ধারণা করা হচ্ছে- টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ও চীনের রাষ্ট্রায়ত্ত্ব প্রচারমাধ্যমগুলোর সঙ্গে গভীর সংযোগ রয়েছে এবং জনমতকে প্রভাবিত করতে দেশটি বাইটড্যান্স প্ল্যাটফর্কমকে ব্যবহার করছে।
যাইহোক, কিছু সাংবাদিকতা বিশেষজ্ঞরা চীনা মিডিয়ায় আগে যেখানে একজন ব্যক্তি কাজ করেছেন এবং প্রচার প্রচেষ্টায় অংশগ্রহণের মধ্যে প্রস্তাবিত যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলেছেন।
হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির স্কুল অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনের সহকারী অধ্যাপক ফ্যাং কেচেং বলেছেন, ‘চীনে সাংবাদিকতা স্বাধীন নয়। সেখানে সাংবাদিকতা মানে কমিউনিস্ট সরকারের প্রপাগান্ডা ছড়ানোর কাজে নিয়োজিত থাকা।’
তাই যারা পূর্বে প্রপাগান্ডা ছড়িয়ে এসেছেন, নতুন করে তাদের টিকটকে নিয়োগ দেওয়ার বিষয়টি সন্দেহজনক। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, বাইটড্যান্স টিকটকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে কি না সেটি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত টিকটক ব্যবহারে সতর্ক হওয়া উচিত।
এসি
আরও পড়ুন