ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

মরক্কোতে বাস দুর্ঘটনায় নিহত ২৩, আহত ৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ১৮ আগস্ট ২০২২

দুর্ঘটনাস্থলের একটি চিত্র

দুর্ঘটনাস্থলের একটি চিত্র

মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (১৭ আগস্ট) সকালে খৌরিবগা প্রদেশের একটি আঞ্চলিক সড়কে মোড় ঘোরার সময় বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে এটা ছিল অন্যতম। এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের তা সংশোধন করে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান।

এএফপি’র খবরে বলা হয়, বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত।

আহতদের খৌরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।

দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মরক্কো ও উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে প্রায় এ ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানায়, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে সাড়ে ৩ হাজার জন নিহত ও ১২ হাজার জন আহত হন। এ হিসাব অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১০ জন প্রাণ হারান।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি