ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কাবুলে রুশ দূতাবাসে বোমা হামলায় নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৬:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা হামলায় সে দেশের দুই কূটনীতিকসহ কমপক্ষে ১০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় এই হামলার ঘটনা ঘটে। খবর এএনআই-এর। 

স্পুটনিক নিউজ এজেন্সির বরাত দিয়ে এএনআই জানায়, দুই রুশ কর্মকর্তাসহ ১০ জন নিহত ও আরও ৮ জন আহত হয়েছেন। দূতাবাসের পাশেই অবস্থিত ইস্তিকাল হসপিটাল কর্তৃপক্ষ জানায়, তাদের চিকিৎসালয়ে ১০ জনকে মৃত এবং আরও বেশ কয়েকজনকে আহতাবস্থায় সেখানে আনা হয়।

কর্মকর্তারা জানান, বোমা হামলাকারী রুশ দূতাবাসে প্রবেশ করতে উদ্যত হলে গেটে দায়িত্বরত আফগান নিরাপত্তারক্ষী তাকে শনাক্ত করে। নিরাপত্তাকর্মীরা গুলি চালালে হামলাকারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার দেহে বাঁধা বোমা বিস্ফোরিত হলে অজ্ঞাত সংখ্যক লোক হতাহত হয়।

গত বছরের আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর যে অল্প সংখ্যক দেশ আফগানিস্তানে নিজেদের দূতাবাস বহাল রেখেছে, রাশিয়া তার অন্যতম। আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংলাপে মিলিত হয়েছে রাশিয়া।

গত সপ্তাহে আফগান বাণিজ্য ও শিল্পমন্ত্রী নুরুদ্দীন আজিজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করে। এ সময় রাশিয়া থেকে আফগানিস্তানের তেল-গ্যাস ও অন্যান্য পণ্য কেনার বিষয়ে দুই দেশের কর্মকর্তারা সমঝোতায় পৌঁছেন। 

কাবুল ও মস্কোর মধ্যে সহযোগিতার এমন বাতাবরণ তৈরি হতেই রুশ দূতাবাসে বোমা হামলার ঘটনা ঘটল। কাবুলের দক্ষিণাংশে সাত নম্বর ওয়ার্ডের দাহ মাজাং ও দারুল আমান রোডের পাশে রুশ দূতাবাসটি অবস্থিত। 

স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় সেখানে বোমা হামলার ঘটনা ঘটে। হামলার পরপর সামাজিক মাধ্যমে পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ব্যস্ত দারুল আমান রোডের আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়।

আফগান কর্মকর্তারা বোমা বিস্ফোরণে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, বোমা বিস্ফোরণে দুই রুশ নাগরিক, একজন কূটনীতিক ও একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। 

তবে এর আগে রুশ সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, বোমা বিস্ফোরণে দুই রুশ কূটনীতিকসহ কমপক্ষে ১৫-২০ জন নিহত হয়েছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি