ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

পাকিস্তানের বন্যা আফগানিস্তানে খাদ্য সংকট বাড়াচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৯:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২২

পাকিস্তানের বন্যা পার্শ্ববর্তী আফগানিস্তানের খাদ্য সংকট বৃদ্ধি করছে বলে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে। আফগানিস্তানে জনসংখ্যার অর্ধেক মানুষই চরম খাদ্য সংকটের সম্মুখীন রয়েছে।

জাতিসংঘের এই সংস্থাটি আফগানিস্তানের ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষকে এই বছর জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে। সেই সহায়তার অনেকটাই পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে নিয়ে যাওয়া হয়।

পাকিস্তানে ডব্লিউএফপি-র পরিচালক ক্রিস কে বলেন যে, আফগানিস্তানে কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে তার সংস্থাটি গত এক বছরে ৩,২০,০০০ মেট্রিক টনের বেশি খাদ্য সংগ্রহ করেছে।

আফগানিস্তানের একাধিক প্রদেশও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বর্ষণ ও বন্যার শিকার হয়েছে। জাতিসংঘ জানায় যে, হাজার হাজার বাড়িঘর ও ব্যাপক এলাকা জুড়ে ক্ষেত-খামার বিনষ্ট হয়ে গিয়েছে। তালিবান বলেছে যে, ১৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কে বলেন যে, আফগানিস্তানের জন্য পাকিস্তান একটি অপরিহার্য সরবরাহ পথ। দুবাই থেকে কথা বলার সময়ে ডব্লিউএফপি’র এই কর্মকর্তা বলেন যে, করাচী বন্দর হয়ে পাকিস্তানে বিপুল পরিমাণ খাদ্য যায়, যা অবশেষে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সহায়তা কেন্দ্রটি দুবাইতে অবস্থিত।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি