ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

বন্যাকবলিত পাকিস্তানে ত্রাণ পাঠালো জাতিসংঘ শরণার্থী সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২২

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সোমবার বন্যাকবলিত পাকিস্তানে জরুরিভিত্তিতে আরও সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছে। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চল সফর করেন, যেখানে লেক মানচার-এ বাড়তে থাকা পানির স্তর নতুন হুমকি ডেকে এনেছে।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী করাচীতে ইউএনএইচসিআর-এর দুইটি বিমান অবতরণ করে।তুর্কমেনিস্তান থেকে সহায়তা সামগ্রী নিয়ে তৃতীয় আরেকটি বিমানও করাচীতে অবতরণ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোর বন্যা দেশটির বেশিরভাগ এলাকাকে প্রভাবিত করলেও, দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ প্রদেশের রাজধানীই হল করাচী।

পাকিস্তানে এবছরের ভারীবর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। বিশেষজ্ঞরা এমন বৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। চলমান এই বিপর্যয়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গত সপ্তাহে বিশ্বকে এই সংকটের মধ্যে ঘুমিয়ে না থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ৯ সেপ্টেম্বরে বন্যাকবলিত এলাকাগুলো সফরের পরিকল্পনা করেছেন।

২২ কোটি জনসংখ্যার এই দেশে ৩৩ লক্ষেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এবং এমন বিপর্যয়ের ফলে ১,০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারি হিসাব থেকে জানা যায়। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনওয়ালা প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতদের বেশিরভাগই নারী ও শিশু।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্যাকবলিত মানুষের জন্য ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয়। সোমবার দুইজন কংগ্রেস সদস্য, শিলা জ্যাকসন ও টম সুজি, পাকিস্তানের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বন্যাকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন বলে সরকার জানায়।

সূত্র: ভয়েস অব আমেরিকা 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি