ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ৬ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ০৯:২৬, ৬ সেপ্টেম্বর ২০২২

যুক্তরাজ্য নতুন প্রধানমন্ত্রী পেলেও হারাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলকে। লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাতেও না থাকার কথা জানিয়েছেন প্রীতি।

বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক চিঠিতে প্রীতি লিখেছেন, “আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্বভার গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হলে আমি পিছনের সারিতে থেকে দেশ সেবা ও উইথাম কেন্দ্রের জন্য কাজ করে যাব।”

ব্রিটেনের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রীতি। সেই সঙ্গে লিজকে সমর্থন জানানোর কথাও বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলে তিনি যে সম্মানিত সে কথাও তুলে ধরেছেন প্রীতি। 

তিনি লিখেছেন, “দেশকে রক্ষা করা, অভিবাসন ব্যবস্থার সংস্কার করার কাজ করে আমি গর্বিত।”

বরিসের উদ্দেশে তিনি আরও লিখেছেন, আপনার নেতৃত্বে দেশ সেবার কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আপনার নেতৃত্ব ছাড়া দেশকে সুরক্ষিত করা, আইন কঠোর করা ও আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করা সম্ভব হতো না।

প্রসঙ্গত, সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি। মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট। ঋষি পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল ‘কনজারভেটিভ পার্টির’ ১ লাখ ৬০ হাজার সদস্য ভোট দিয়ে ‘বিশেষ পরিস্থিতিতে’ লিজ ট্রাসকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হিসেবে।

 সূত্র: রয়টার্স, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান
আরএমএ
 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি