ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

বুরকিনা ফাসোয় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ৬ সেপ্টেম্বর ২০২২

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভয়াবহ আইইডি বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। 

স্থানীয় সময় সোমবার একটি যাত্রীবাহী গাড়ি আইইডিতে (উন্নতমানের বিস্ফোরক ডিভাইস) ধাক্কা খেতেই তাতে বিস্ফোরণ হলে ঘটে এই হতাহতের ঘটনা। খবর এএফপি’র।

গভর্নর রডল্ফ সোর্ঘো একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘যাত্রী বোঝাই একটি গাড়ি আইইডিতে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩৭ জন। সবাই সাধারণ নাগরিক।’ 

তিনি জানিয়েছেন, উত্তরে সেনাদের সাহায্য় কনভয় করে সামগ্রী পাঠানো হচ্ছিল। কিন্তু মাঝপথেই কনভয়ে এই দুর্ঘটনা ঘটল। জিবো ও বোরজাঙ্গার মাঝে কনভয়ের একটি গাড়ি আইইডিতে ধাক্কা খেতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষীরা বাকি এলাকা সুরক্ষিত করে এবং আহতদের সাহায্যের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। 

গভর্নর আরও জানিয়েছেন, কনভয়টি বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর উদ্দেশে রওনা দিয়েছিল।

প্রসঙ্গত, অগস্টের প্রথম দিকেই এই একই জায়গায় জোড়া আইইডি বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৫ জন সেনা। সম্প্রতি জিহাদি গোষ্ঠী এই একইরকম হামলা চালিয়েছিল উত্তরের মূল শহর দোরি ও দিজবোতে। 

এই স্থলবেষ্টিত সাহেল স্টেটটি সাত বছর ধরে পুরনো বিদ্রোহের মুখে রয়েছে। এখনও পর্যন্ত এই সহিংসতায় ২ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে। গৃহহীন হয়েছেন প্রায় ১.৯ মিলিয়ন মানুষ। 

অনুমান করা হচ্ছে, আল-কায়দা বা ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে সম্পর্কিত কোনও জিহাদি গ্রুপ পরপর এই হামলা করে যাচ্ছে। মূলত উত্তর ও পূর্বে লাগাতার এই হামলার ঘটনা ঘটে চলেছে। 

এর ফলে দেশটির প্রায় ৪০ শতাংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে দেশটির জান্তা সরকার।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি