ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, তুমুল ঝড়বৃষ্টিতে নিহত ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২২

ভারী বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পযর্ন্ত এর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২২ জনে। তবে আপাতত দুর্যোগ থেকে রেহাই পাচ্ছে না এই প্রদেশের মানুষ। এমনটা জানাচ্ছে উত্তরপ্রদেশের আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

ভারী বৃষ্টির জেরে উন্নাও (৫), ফতেহপুর (৩), প্রয়াগরাজ (২) এবং সীতাপুর-রায়বেরিলি-ঝাঁসি থেকে মোট ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে লখনউ এলাকায় দেওয়াল ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। 

এ প্রসঙ্গে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই অঞ্চলের বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
 
গত ২৪ ঘণ্টা টানা লখনউজুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে শহরের জনজীবন রীতিমতো বিপর্যস্ত। শহরের বেশ কিছু জায়গায় পানি জমে গেছে। অসুবিধা হচ্ছে যান চলাচলে। যার জেরে শুক্রবার শহরের সব স্কুল-কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, দিলকুশা এলাকায় একটি সেনা শিবিরের বাইরের দেওয়াল ঘেঁসে কুঁড়েঘর বানিয়ে থাকতেন কয়েকজন শ্রমিক। প্রবল বর্ষণে সেনা শিবিরের ওই দেওয়ালটি ভেঙে পড়ে। ভেঙে যায় বেশ কয়েকটি কুঁড়েঘর। খবর পেয়ে ভোর তিনটি নাগাদ ঘটনাস্থলে যায় পুলিশ। প্রবল বর্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। 

এই ঘটনায় লখনউ পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৯টি দেহ উদ্ধার হয়।
সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি