ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

বিশ্বের ৩৪ লাখ মানুষ অনাহারে পড়তে যাচ্ছে, শঙ্কা জাতিসংঘের

আজহারুল ইসলাম

প্রকাশিত : ১৭:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২২

বিশ্বের ৩৪ লাখের বেশি মানুষ অনাহারে পড়তে যাচ্ছেন বলে আশংকা করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা। করোনা মাহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে  বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা চলছে, এর কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি। এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দরিদ্র দেশে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে এরইমধ্যে মানবিক বিপর্যয় পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানানো হয়েছে। 

বিশ্বমহামারী করোনায় লকডাউনের কারণে স্থবির ছিলো গোটা বিশ^। পাশাপাশি, গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অভিযান শুরু করে রুশ বাহিনী। এর পর থেকে বিশ^জুড়ে খাদ্য, জ্বালানি এবং সারের মূল্য ক্রমাগত বাড়তে থাকে। 

এরই ধারাবাহিকতায়, বিশ্বজুড়ে শুরু হয়েছে খাদ্য সংকট। সাত কোটির বেশি মানুষ এখন অনাহারের কাছাকাছি। 

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি সতর্ক করেছেন, বিশ্ব একটি জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছে। তার আশংকা, ৩৪ কোটি ৫০ লাখ মানুষ অনাহারের দিকে অগ্রসর হচ্ছেন। 

জাতিসংঘের মতে, করোনা শুরুর পর্যায়ে বিশ্বজুড়ে যতসংখ্যক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল, মহামারির আড়াই বছরে এই সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ইথিওপিয়া, উত্তর-পূর্ব নাইজেরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, সোমালিয়া, আফগানিস্তানসহ এশিয়া ও আফ্রিকার  বেশ কিছু দরিদ্র দেশে এরইমাঝে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বর্তমানে খাদ্যপণ্যের মূল্য যে হারে বাড়ছে, তা অব্যাহত থাকলে আগামী ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংকট শুরু হবে বলে আশংকা করা হচ্ছে। ফলে শিগগিরই বিশ্বের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি