ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিতে আজ ভোট, এগিয়ে ডানপন্থিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ইতালিতে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন। এরই মধ্যে রাজনৈতিক নেতারা তাদের প্রচারাভিযান শেষ করেছেন। স্থানীয় সময় শনিবার প্রচারণা নিষিদ্ধ করা হয়। 

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। জনমত জরিপে উঠে এসেছে, এবারের নির্বাচনে জয়ী হতে পারেন ডানপন্থিরা। ব্রাদার্স অব ইতালি দলের প্রধান জর্জিয়া মেলোনি নির্বাচনি দৌড়ে এগিয়ে রয়েছেন। 

তার প্রতিদ্বন্দ্বী জিউসেপ কন্তে সমর্থকদের বলেছেন, ভোটটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, অতীত ইতিহাস দেখলে জানা যায়, ভ্লাদিমির পুতিন ২০১৮ সালে চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই সময় পুতিনকে অভিনন্দন জানাতে ইতালির কয়েকজন ডানপন্থী নেতাকে রীতিমতো তাড়াহুড়া করতে দেখা যায়। 

সেই সময় ব্রাদার্স অব ইতালি দলের প্রধান জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, রাশিয়ার এই নির্বাচন জনগণের ইচ্ছার দ্ব্যর্থহীন প্রতিফলন।

মারিও দ্রাঘির অধীনে বিদায়ি জাতীয় ঐক্যের সরকার এরই মধ্যে ইতালীয়দের সাহায্য করার জন্য ৫৯ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থি সরকার গঠন করতে পারে তার দল। 

মেলোনি বিলিয়ন ডলার ট্যাক্স কমানো ও যারা এক লাখ ইউরোর চেয়ে কম আয় করেন, তাদের জন্য ফ্ল্যাট ট্যাক্সের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে মেলোনির মূল প্রতিদ্বন্দ্বী মধ্য-বাম ডেমোক্রেট পার্টির নেতা এনরিকো লেত্তাও কম নন। তিনি বলেছেন, “জর্জিয়া মেলোনি জয় পেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা খুশি হবেন, তারা হলেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও ইউরোপের ভিক্টর অরবান।” সূত্র- বিবিসি

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি