ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ক্ষমতা সুসংহত করতে দলের সংবিধান সংশোধন করবেন শি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২২

আগামী অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কংগ্রেসে পার্টির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্বকে ধরে রাখতে দলের সংবিধান সংশোধন করবে বলে আশা করা হচ্ছে। 

সিপিসি পলিটব্যুরো দলের গঠনতন্ত্রের পরিবর্তনগুলো নির্দিষ্ট না করেই শি জিনপিংয়ের সভাপতিত্বে একটি বৈঠকে একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া পার্টি কংগ্রেসে নজির ভেঙে তৃতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদ নিশ্চিত করবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। এতে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতার অবস্থান তৈরি হচ্ছে শির।

২০১৭ সালে সর্বশেষ দলের সংবিধান সংশোধন করা হয়েছিল। সেই সংশোধনীতে ‘চীনা বৈশিষ্ট্যের সঙ্গে সমাজতন্ত্রের উপর শি জিনপিং চিন্তাধারা’ অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার একটি সম্ভাবনা হলো সংশোধনীর মাধ্যমে মতাদর্শটিকে ‘শি জিনপিং চিন্তাধারা’-তে সংক্ষিপ্ত করা হতে পারে। এর মর্যাদাকে ‘মাও সেতুং চিন্তাধারা’-তে উন্নীত করতে পারে।

সিপিসি পলিটব্যুরো ১৯তম কেন্দ্রীয় কমিটির আসন্ন সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনার জন্য নথি চূড়ান্ত করতে ৯ সেপ্টেম্বর বৈঠক করেছিল। ওই অধিবেশন বসবে ৯ অক্টোবর এবং কংগ্রেসের জন্য এজেন্ডা নির্ধারণ করা হবে।

সংবিধানের অন্য সম্ভাব্য পরিবর্তনও হবে শির ক্ষমতাকে অনন্য উচ্চতায় নেওয়া। এর ফলে দলের ‘মূল’ হবেন তিনি এবং তার ভাবধারণাই পথপ্রদর্শনের নীতি হিসাবে প্রতিষ্ঠা পাবে দলে।

আরেকটি সম্ভাবনা হল, একটি সংশোধনীর মাধ্যমে দলের চেয়ারম্যানকে সর্বোচ্চ পদে পুনঃরায় বসানো, যা ১৯৮২ সালে বিলুপ্ত করা হয়েছিল।

জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হলে দলীয় সংবিধান শুধু পাঁচ বছরে একবার সংশোধন করা যেতে পারে। সংবিধান পার্টির সামগ্রিক নেতৃত্বকে সমুন্নত রাখার প্রচেষ্টাকে নিয়ন্ত্রিত ও নির্দেশনার ভূমিকা পালন করে। পলিটব্যুরো তার সাম্প্রতিক সভায় আশা করেছিল, সংশোধনীগুলো দল ও দেশকে শক্তিশালী করতে সাহায্য করবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি