ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রে ২১ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন ফ্লোরিডার শীর্ষ দুর্যোগ কর্মকর্তা কেভিন গুথরি। 

শুক্রবার স্থানীয় সময় সকালের ব্রিফিংয়ে কথা বলার সময় গুথরি এ তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, শার্লট কাউন্টিতে ৮ জন এবং কোলিয়ার কাউন্টিতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লি কাউন্টিতে প্রায় ৪ জন মারা গেছেন বলে সেখানকার শেরিফ জানিয়েছেন।

ঘূর্ণিঝড় ইয়ান বুধবার বিকেলে দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার স্থভাগে আঘাত হানে এবং একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নিয়ে বৃহস্পতিবারজুড়ে মধ্য ও উত্তর-পূর্ব ফ্লোরিডায় ভারী বৃষ্টি ঝরিয়েছে।

তবে এটি বৃহস্পতিবার বিকেলে ক্যাটাগরি ওয়ান হারিকেনে তীব্রতর হয়েছে এবং শুক্রবার দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হেনেছে ক্যাটাগরি থ্রি হারিকেনে রূপ নিয়ে।

ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিরেক্টর বিল লিটন বলেছেন, ওসিওলা কাউন্টিতে হসপিস কেয়ারে থাকা এক ব্যক্তি মারা গেছেন এবং ভোলুসিয়া কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুসারে, ঝড়ের সময় তার সুইমিং পুল নিষ্কাশনের জন্য বাইরে যাওয়ার পরে ডেলটোনায় ৭২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে, সারাসোটা কাউন্টিও হারিকেন ইয়ান-সংক্রান্ত দুটি মৃত্যুর খবর দিয়েছে। সারাসোটা কাউন্টির শেরিফ পিআইও ক্যাটলিন পেরেজ সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। যদিও পেরেজ বলেন, কোথায় মৃত্যু হয়েছে বা মৃত ব্যক্তিদের সম্পর্কে কোনও তথ্য অফিসের কাছে নেই।

উপরন্তু, যুক্তরাষ্ট্রের পাওয়ারআউটেজ-এর মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় ২.৩ মিলিয়নেরও বেশি গ্রাহকের ঘরে বিদ্যুৎ ছিল না এবং কিছু এলাকায় পানীয় জলের ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। সূত্র- বিবিসি ও সিএনএন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি