ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৃথক দুটি অভিযানে এ মৃত্যুর এ ঘটনা ঘটে। 

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দুটি শরণার্থী শিবিরে চালানো অভিযানে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান নিরীহ দুই ফিলিস্তিনি যুবক। 

স্থানীয়রা বলছেন, পশ্চিমতীরের দুটি শরণার্থী শিবিরে অভিযান চালায় সেনারা। কোনো কারণ ছাড়াই খালেদ ও ইয়াযান নামে দুজনকে গুলি করে হত্যা করে তারা। 

যদিও, এক বিবৃতিতে হত্যার বিষয়টি এড়িয়ে গেছে তেলআবিব। তবে ওই দুটি শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে বলে স্বীকার করেছে তারা।  

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এমনকি অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা বেড়েছে। পশ্চিম তীর ও গাজায় আগস্টের ৩১ তারিখ পর্যন্ত ইসরায়েলি হামলায় মারা গেছে অন্তত ১৪০ জন। 

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় অধিকৃত পশ্চীম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও অন্তত ৪০ জন। ইসরায়েলি পুলিশের দাবি, ওই ফিলিস্তিনিরা গুলি ও বোমা ছুড়লে জীবন বাঁচাতে পাল্টা গুলি চালায় তারা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি