উত্তর প্রদেশে পৃথক দুর্ঘটনায় নিহত ৩১
প্রকাশিত : ১১:১৩, ২ অক্টোবর ২০২২
ভারতের উত্তর প্রদেশের রাজধানী কানপুরে দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনা দুটি শনিবার রাতে ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এর মধ্যে প্রথম দুর্ঘটনাটি ঘটে যখন একটি ট্রাক্টর ট্রলি প্রায় ৫০ জন তীর্থযাত্রী বহন করে ঘাটমপুর এলাকার কাছে একটি পুকুরে উল্টে পড়ে। এতে কমপক্ষে ২৬ জন তীর্থযাত্রী নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া এতে আরও ২০ জন গুরুতর আহত হন।
ট্রাক্টরটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দায়িত্বে গাফিলতির জন্য স্থানীয় সরহ থানার স্টেশন ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, দুর্ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে পৌঁছাতে বিলম্বের কারণেই ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এর কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে, দ্রুতগামী একটি ট্রাক একটি লোডার টেম্পোকে ধাক্কা দিলে পাঁচজন নিহত ও সাতজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন, কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি শোক এবং যারা আহত হয়েছেন তাদের জন্যে আমার প্রার্থনা রইল।
সেইসঙ্গে তিনি নিহতদের পরিবার প্রতি ২ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেন।
উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এ ধরনের যানবাহন লোকজন নয়, মালামাল পরিবহনেই ব্যবহার করা উচিত। তিনি আরো বলেন, কানপুরের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। সূত্র- এনডিটিভি।
এনএস//
আরও পড়ুন