ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

উত্তরাখণ্ডে তুষারধস, ২০ জনের মৃত্যুর আশঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৪ অক্টোবর ২০২২

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে কমপক্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের ওই ট্রেইনিরা দ্রৌপদীর ডাণ্ডা-২ শৃঙ্গে গিয়েছিলেন। ইতোমধ্যে উদ্ধারকাজে নেমেছে ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ (আইবিটিপি) ও ভারতীয় বিমানবাহিনী-সহ একাধিক বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মঙ্গলবার উত্তরকাশী প্রশাসন এক বিবৃতিতে জানায়, দ্রৌপদীর ডাণ্ডা-২ শৃঙ্গে গিয়েছিলেন নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের ২৮ জন শিক্ষানবীশ পর্বতারোহী। ইতোমধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা বলেন, ‘যে ২৮ জন আটকে পড়েছিলেন, তাদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু উচ্চপার্বত্য এলাকায় যোগাযোগ সংক্রান্ত সমস্যার কারণে তাদের শারীরিক অবস্থার বিষয়ে জানা যায়নি। উদ্ধারকাজে সহায়তার জন্য ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার সাহায্য চাওয়া হয়েছে।’ 

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, উদ্ধারকাজের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, আইটিবিপি, নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। 

ভারতীয় সেনার সাহায্য চেয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তারপর উদ্ধারকাজের জন্য ভারতীয় বিমানবাহিনীর দুটি চিতা হেলিকপ্টার নামানো হয়েছে ঘটনাস্থলে। তৈরি রাখা হয়েছে অন্যান্য চপারকেও।

টুইটারে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের অভিযানের সময় তুষারধসের ফলে মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতির বিষয়ে জেনেছি। যে পর্বতারোহীরা এখনও আটকে আছেন, তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকাজের জন্য আমি ভারতীয় বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছি। প্রত্যেকের সুরক্ষার কামনা করছি।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি