ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ির ছাদে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নিউ হ্যাম্পশায়ারে এ দুর্ঘটনা ঘটে।

সিএনএনের দেয়া তথ্য মতে, এক ইঞ্জিন বিশিষ্ট ছোট ওই বিমানটি নিউ হ্যাম্পশায়ারে একটি বাড়ির ছাদের ওপর আছড়ে পড়লে তাতে আগুন ধরে যায়। এতে ওই ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও বিমানে থাকা সবাই মারা গেছেন।

ফক্স নিউজ বলছে, বিধ্বস্ত বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তার এখনও জানা যায়নি।

এই দুর্ঘটনায় দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি