ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ জার্মান নাগরিক বহনকারী বিমান নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কোস্টারিকার জননিরাপত্তা মন্ত্রী জর্জ টরেস জানিয়েছেন, মেক্সিকো থেকে একটি ছোট বিমান পাঁচজন জার্মান নাগরিককে নিয়ে শুক্রবার কোস্টারিকা থেকে নিখোঁজ হয়েছে। 

মন্ত্রী বলেন, ‘আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশের বিমান বন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইটের বিষয়ে একটি সতর্কতা পেয়েছি।’ খবর এএফপি’র।

টোরেস তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, বিমানটিতে পাঁচ জন জার্মান নাগরিক যাত্রী ছিলেন। এর মধ্যে রয়েছেন ৫৩ বছর বয়স্ক জার্মান উদ্যোক্তা রেনার শ্যালার, যিনি তার ফিটনেস স্টুডিওর জন্য পরিচিত। এছাড়া তার সঙ্গী হিসেবে ছিলেন দুজন কম বয়স্কসহ ৪০ বছরের এক নারী এবং ৪৪ বছরের এক পুরুষ।

বিমানটির পাইলট হিসেবে যিনি ছিলেন, তিনি ৬৬ বছরের একজন সুইস নাগরিক বলেও জানানো হয় কোস্টারিকার জননিরাপত্তা মন্ত্রণালয়ের ওই ভিডিওতে।

কোস্টারিকার নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ‘বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ হারায় এবং আমরা তা শনাক্ত করার জন্য আভ্যন্তরীণ প্রোটোকলটি অবিলম্বে সক্রিয় করেছি। বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিখোঁজ হয়।’ 

মন্ত্রী টোরেস বলেন, কয়েক ঘণ্টা পরে রাত ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং আজ (শনিবার) আবার অনুসন্ধান শুরু হবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি