ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ব্যবসায়িক আস্থা কমায় মন্থর চীনের অর্থনীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ৩০ অক্টোবর ২০২২

চলতি অক্টোবরে মন্থর হয়েছে চীনের অর্থনীতি। গাড়ি ও রিয়েল এস্টেট খাতে বেচাকেনা কমে যাওয়াকে এর জন্য দায়ী করা হচ্ছে।

চলতি মাসে দেশটির আন্তর্জাতিক ও স্থানীয় বাণিজ্যেও দেখা দিয়েছে বড় ধরনের অবনতি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য স্ট্রেইট টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে চীনের আটটি খাতের সূচক বিশ্লেষণ করে ব্লুমবার্গ। যেখানে অন্তত চারটি গত তিন মাস ভালো করার পর চলতি মাসে ধীরগতি দেখা যাচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থনীতিবিদরা চীনের ৫০০টিরও বেশি কোম্পানির ওপর সমীক্ষা চালিয়েছেন। যেখানে দেখা গেছে- প্রত্যাশার সূচক ধীর এবং ছোট কোম্পানিগুলোয় অবস্থার প্রায় প্রতিটি সূচক ছিল নেতিবাচক।

সেই সঙ্গে সাংহাই এবং অন্যান্য শহরগুলোয় কঠোর লকডাউন থাকাকালীন ছোট ব্যবসায় আস্থার সংকোচন হয়েছে। যা মে মাসের পর চলতি অক্টোবরের আগে দেখা যায়নি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি