সোমালিয়ায় শতাধিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিন্দা
প্রকাশিত : ১৭:২০, ৩১ অক্টোবর ২০২২
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র রোববার পৃথকভাবে সোমালিয়ার রাজধানীতে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। সেখানে ভয়াবহ ওই হামলায় কমপক্ষে একশ’ জন নিহত ও কয়েকশ’ আহত হয়েছে। খবর এএফপি’র।
শনিবার মোগাদিসুতে ব্যস্ত জোবে মোড়ের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরক ভর্তি দু’টি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস নিহতদের পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা জানিয়েছেন। নিহতদের মধ্যে জাতিসংঘ স্টাফের পাশাপাশি সোমালিয়ার সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ রয়েছে।
আল-কায়েদার সাথে সম্পর্কিত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের যোদ্ধাদের লক্ষ্য ছিল শিক্ষা মন্ত্রণালয়।
মহাসচিবের মুখপাত্র বলেন, গুতেরেস ‘এই জঘন্য হামলার নিন্দা জানিয়েছেন এবং তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
রোববার হোয়াইট হাউসও ‘মোগাদিসুতে মর্মান্তিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।’
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এই ধরনের ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লড়াইয়ে সোমালিয়ার ফেডারেল সরকারকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
এসি
আরও পড়ুন