ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিপাইনে ঝড়ে মৃত বেড়ে ১৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফিলিপাইনে শক্তিশালী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জন। ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আরো বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।  

গত সপ্তাহে ‘নালগে’ ঝড়ের তীব্র আঘাতে ১৫০ জন মারা গেছে বলে জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে। অন্তত ১২৮ জন আহত এবং ৩৬ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদেরকে জীবিত খুঁজে পাবার আশা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া তিন লাখ ৫৫ হাজার ৪শ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বাংসামারো অঞ্চলে ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসে বেশকিছু গ্রাম ধ্বংস হয়েছে। 

এদিকে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বৃষ্টি হওয়ার পূর্বাভাসের পর বাংসামারো অঞ্চলে আরো ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো বলেছেন, যেখানে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে সেখানে মাটি এখনও ভেজা। এর ফলে আবারো ভূমিক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বাংসামোরোয় ব্যাপক ভূমিধসের জন্যে বনভূমি বিনাশ এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। 

তিনি গাছের চারা রোপনের জন্যে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ছয় মাসের দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া ত্রাণ প্রচেষ্টা জোরদারে অর্থ সরবরাহের উদ্যোগ নিয়েছেন।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি