ইমরানকে লক্ষ্য করে গুলিতে আহত ৭, নিহত ১
প্রকাশিত : ২২:১৩, ৩ নভেম্বর ২০২২
পাকিস্তানের ওজিরাবাদে এক জনসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে চালানো বন্দুক হামলায় ইমরান নিজেসহ তার দলের অন্যান্য নেতাসহ সাতজন আহত হয়েছেন এবং দলের একজন কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ওয়াজিরাবাদের আল্লাহওয়ালা চকে পৌঁছানোর সময় পিটিআই প্রধানের ওপর এই হামলা চালানো হয়।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মুয়াজ্জাম নওয়াজ।
দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী রয়টার্সকে বলেন, “এটি একটি স্পষ্ট হত্যা প্রচেষ্টা ছিল। ইমরান খান আঘাত পেয়েছিলেন কিন্তু তিনি এখন স্থিতিশীল। তার পায়ে প্রচুর রক্তক্ষরণ হয়।”
তিনি আরও বলেন, “যদি বন্দুকধারীকে সেখানকার লোকজন থামিয়ে না দিত, তাহলে পিটিআইয়ের নেতৃত্ব পুরো নিশ্চিহ্ন হয়ে যেত।”
এদিকে, পাঞ্জাব পুলিশ নিশ্চিত করেছে যে, হামলায় নিহত মুয়াজ্জাম নওয়াজ ইমরানের দলের একজন কর্মী ছিলেন, যিনি দলের কাফেলাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আর আহতদের মধ্যে রয়েছেন- পিটিআই নেতা আহমেদ চট্টা ও চৌধুরী ইউসুফ এবং দলীয় কর্মী ওমর মেয়ার ও রশিদ। সূত্র- ডন।
এনএস//
আরও পড়ুন