ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উপকূল লক্ষ্য করে উ. কোরিয়ার মুহুর্মুহু গোলা নিক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া শুক্রবার সকালে সাগর উপকূল অভিমুখে অন্তত ৮০টি গোলা নিক্ষেপ করেছে।

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়ার মেয়াদ আরো পাঁচ দিন বাড়ানোর ঘোষণা দেয়ার পরই পিয়ংইয়ং এ পদক্ষেপ নিল। 

গত ৩১ অক্টোবর ওই যৌথ মহড়া শুরু করেছিল ওয়াশিংটন ও সিউল। যে মহড়ার সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। 

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পাক জং-চোন বলেছেন, “যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ও যৌথ বাহিনীর উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে।” 

তিনি এসময় ওই যৌথ মহড়ার সময়সীমা বৃদ্ধির ঘটনাকে ‘একটি ভয়াবহ ভুল সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন।

এর আগে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়া পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র দু’দেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে সৃষ্ট উত্তেজনা আরো বেড়ে গেছে।

পিয়ং-ইয়ং বিশাল আকারের ওই সামরিক মহড়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ও সিউলের মধ্যকার যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং। 

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আর একদিনও এ ধরনের সামরিক উত্তেজনা সহ্য করা হবে না।”

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি