ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালীয় দ্বীপে ভূমিধসে নিখোঁজ ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইতালীয় দ্বীপ ইসচিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১৩ জন নিখোঁজ হয়েছেন। শনিবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। 

দেশটির ফায়ার সার্ভিস বলছে, দ্বীপের উত্তরে ক্যাসামিকিওলা টারমে ভূমিধস একটি পুরো বাড়ি গ্রাস করেছে এবং সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান করা হচ্ছে। খবর এএফপি’র।

বার্তা সংস্থা আনসা জানায়, ভূমিধসের কাছাকাছি এলাকায় নবজাতকসহ একটি পরিবার বসবাস করতো। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ভূমিধসের কাদার শ্রোত সেখানে থাকা গাড়িগুলোকে পাহাড়ের নিচে টেনে নিয়ে গেছে, অন্তত একটি গাড়ি সমুদ্রে ভেসে গেলে সেখান থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রাখতে নেপলস উপকূলের দূরবর্তী ইসচিয়ার বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি