ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মধ্যেই চীনা ক্যামেরা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২১:২৩, ৭ ডিসেম্বর ২০২২

চীনের একটি নিরাপত্তা ক্যামেরা বিক্রয়কারী কোম্পানি ব্রিটিশ এবং ইউরোপিয়ান অন্য ক্রেতাদের কছে জাতিগত শনাক্তকরণ প্রযুক্তির বিজ্ঞাপন দিয়েছে। যদিও কোম্পানিটিকে চীনের জিনজিয়াংয়ে জাতিগত নিধনে জড়িতের অভিযোগে যুক্তরাজ্যে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞায় আছে। 

নিজেদের ওয়েবসাইটে প্রচারিত এক প্রচারপত্রে হিকভিশন নামের চীনা এই প্রতিষ্ঠানটি নিরাপত্তা ক্যামেরার বিভিন্ন বৈশিষ্ট্যের বিজ্ঞাপন দিয়েছে। এ ছাড়া বিজ্ঞাপনে কোম্পানিটি বলেছে, এটি যুক্তরাজ্যের স্টার্টআপ কোম্পানি ফেইসটেককে সহযোগিতা করতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।
 
হিকভিশনের বিজ্ঞাপনে দেওয়া ক্যামেরাগুলো ব্যক্তি পর্যায়ে নিরাপত্তায় ফেসিয়াল রিকগনিশন, বৃহৎ পরিসরে নিয়ন্ত্রণ এবং রিটেইল ব্যাংকিংয়ে চেকের মাধ্যমে মানি লন্ডারিং ধরার ক্ষেত্রে ব্যবহার সংশ্লিষ্ট বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 

ওই প্রচারপত্রে ‘অপশনাল ডেমোগ্রাফিক প্রোফাইলিং ফেসিয়াল অ্যানালাইসিস অ্যালগরিদম’-এরও বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যার মধ্যে ‘লিঙ্গ, বর্ণ/জাতি, বয়স’ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। 

গার্ডিয়ান এসব বিষয়ে জানতে চাওয়ার পর কোম্পানিটি তার ওয়েবসাইট থেকে প্রচারপত্রটি সরিয়ে নিয়েছে এবং বলেছে যুক্তরাজ্যে কখনো এই প্রযুক্তিটি বিক্রি হয়নি। 

এক বক্তব্যে কোম্পানিটি জানিয়েছে, ‘ফেইসটেক এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে স্বাধীনভাবে নির্মিত প্রযুক্তিসহ আমাদের ক্যামেরাগুলির সম্ভাব্য প্রয়োগ’ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

এদিকে হিকভিশনের সঙ্গে কখনো কাজ করার কথা অস্বীকার করেছে ব্রিটিশ কোম্পানি ফেইসটেক। প্রতিষ্ঠানটি এও বলেছে, তাদের না জানিয়ে এবং সম্মতি ছাড়াই প্রচারপত্রটি তৈরি ও প্রচার করা হয়েছে। হিকভিশনকে পাঠানো একটি আইনি চিঠিতে, ব্রিটিশ এই কোম্পানি ওই প্রচারপত্রটি সরানোর দাবি জানায় এবং বলেছে ফেইসটেক মনে করে ওই প্রচারপত্র জনসাধারণকে একটি ভুল বিশ্বাসে প্রতারিত করতে পারে যে আমাদের ক্লায়েন্ট কোনোভাবে হিকভিশনের সঙ্গে যুক্ত। ফেইসটেকের পাঠানো ওই চিঠির একটি কপি নিজেদের কাছে আছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি