ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আহত ভিখারির পকেটে মিলল লাখ লাখ টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:০৪, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দুর্ঘটনায় আহত এক ভিখারির জামার পকেট থেকে মিলল লক্ষাধিক টাকা। উদ্ধার করতে গিয়ে ভিখারির পকেটে এত টাকা দেখে থ হয়ে গিয়েছিল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

পুলিশ জানিয়েছে, মোট ৩ লক্ষ ৬৪ হাজার টাকা পাওয়া গিয়েছে ওই ভিখারির পকেট থেকে। সব ক’টি ২ হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মনোজ কুমার পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ভিক্ষুকের নাম শরিফ বাউঙ্ক। ৫০ বছর বয়সি এই ব্যক্তি পিপরাইচ এলাকার বাসিন্দা। 

টাকা উদ্ধারের বিষয়টি বর্ণনা করতে গিয়ে মনোজ বলেন, ‘আমাদের কাছে খবর আসে যে, এক বধির ভিক্ষুক দুর্ঘটনার কবলে পড়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমরা তার সচিত্র পরিচয়পত্র খুঁজছিলাম। সে সময়ই তার পকেট থেকে ওই টাকা মেলে।’

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গিয়েছে। কিন্তু কী ভাবে ওই ব্যক্তির কাছে এত টাকা এল, তার কোনও সদুত্তর মেলেনি। প্রাথমিক ভাবে পুলিশ এই টাকা বাজেয়াপ্ত করেছে। কোথা থেকে এত টাকা এল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি