ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইরানে হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে এএফপি এ কথা জানায়।

ইরনা’র খবরে বলা হয়, নিহতরা ইসলামিক রেভলুশনারি গার্ড সেনা সদস্য। পাকিস্তান সীমান্তের কাছে সারাভান অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড চালাকালে তারা নিহত হয়। 

ইরানের সবচেয়ে দরিদ্রতম অঞ্চলগুলোর একটি সারাভান। এই অঞ্চলে দেশটির সংখ্যালঘু বেলুচি সম্প্রদায়ের সদস্যদের বসবাস রয়েছে। এই বেলুচি সম্প্রদায়ের সদস্যরা শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সুন্নি ইসলাম মেনে চলেন।

হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে আইআরএনএ বলেছে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে হামলাকারীরা পাকিস্তানের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি