ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

রাশিয়ার হামলায় ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুতহীন: জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ৩০ ডিসেম্বর ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলায় দেশটি অধিকাংশ এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। এদিকে দেশটিতে হাড় কাঁপানো শীত বিরাজ করছে। খবর এএফপি’র।

বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ‘আজ সন্ধ্যার দিকে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

এতে বিশেষকরে কিয়েভ অঞ্চল ও রাজধানী, লভিভ অঞ্চল, ওডিসাসহ পুরো এই অঞ্চল, খেরসনসহ পুরো এই অঞ্চল, ভিনিৎসিয়া অঞ্চল এবং ত্রান্সকার্পেথিয়া এলাকার মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি