ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

ব্রাজিলে দাঙ্গার দায় অস্বীকার বলসোনারোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৯ জানুয়ারি ২০২৩

ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা দেশটির সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসে হামলা চালিয়েছে। এই দাঙ্গায় নিজের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন বলসোনারো। এ প্রসঙ্গে তিনি নিন্দাও জানিয়েছেন। 

রোববার এ হামলার পর বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠিত করেছে নিরাপত্তা বাহিনী।

হামলাকারীরা প্রেসিডেনশিয়াল প্যালেসও ঘিরে রাখে। সেসময় তারা ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে ছিল। বিক্ষোভকারীদের হঠাতে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গত অক্টোবরে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভার কাছে নির্বাচনে হেরে যান।

তবে তার সমর্থকরা তার এই হার মেনে নিতে অসম্মতি জানায় এবং তারা সামরিক উত্থানের আহ্বান জানিয়ে লুলার পদত্যাগ দাবি করে।

লুলা বর্তমানে ব্রাজিলের আরেক প্রদেশ সাও পাওলোতে দাপ্তরিক ভ্রমণে রয়েছেন। তিনি বিক্ষোভকারীদের “ধর্মান্ধ ফ্যাসিস্ট” বলে উল্লেখ করেন এবং তাদের শাস্তি দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন।

সূত্র: বিবিসি বাংলা

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি