ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

কারিগরি ত্রুটি, যুক্তরাষ্ট্রে ১৩শ’ ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১২ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৮:০৯, ১২ জানুয়ারি ২০২৩

কারিগরি ত্রুটিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। এ পর্যন্ত বাতিল হয়েছে ১৩শ’র বেশি ফ্লাইট, বিলম্বিত আরও ১৩ হাজারের।

স্থানীয় সময় বুধবার সকালে মার্কিন বিমান পরিচালনা নিয়ন্ত্রণ ব্যবস্থার কম্পিউটারে সমস্যা দেখা দিলে প্রায় দেড় ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয় বিমান উড্ডয়ন। 

এরপর রাত ৯টার দিকে সমস্যা কাটিয়ে বিমান চলাচল শুরু হলেও ফ্লাইট সিডিউলে জট ভয়াবহ রূপ নেয়। বাড়তে থাকে বিলম্বিত ও বাতিল হওয়ার ফ্লাইটের সংখ্যা। 

কর্তৃপক্ষ বলছে, পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত একদিন সময় লাগবে। 

এদিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। কানাডাসহ বিভিন্ন দেশেও বিলম্বিত হচ্ছে সিডিউল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি