ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

ইরানে তিন নারী সাংবাদিক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৪ জানুয়ারি ২০২৩

সোমবার ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ গত দুই দিনে তিনজন নারী সাংবাদিককে গ্রেফতার করেছে। মিডিয়া বলেছে, পুলিশ হেফাজতে থাকাকালীন ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে চলমান বিক্ষোভের মধ্যে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে।

১৬ সেপ্টেম্বর ইরানের কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে দেশটির নৈতিকতা পুলিশ কুর্দি নারী মাহসা আমিনিকে গ্রেফতার করে। আমিনির মৃত্যুর পর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়।

কর্তৃপক্ষ বলছে, ইসলামী প্রজাতন্ত্রের "শত্রুদের" উস্কানির কারণে শুরু হওয়া এই "দাঙ্গায়" নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ লোক নিহত হয়েছে এবং কয়েক হাজার লোককে গ্রেফতার করা হয়েছে।

তেহরানের সাংবাদিক ইউনিয়নের উদ্ধৃতি দিয়ে সংস্কারপন্থী পত্রিকা ইতেমাদ জানিয়েছে, "তেহরানে গত ৪৮ ঘণ্টায় মেলিকা হাশেমি, সাইদেহ শাফিই এবং মেহরনৌশ জারেই নামে অন্তত তিনজন নারী সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।"

পত্রিকাটি আরও জানিয়েছে যে তিন নারীকে এভিন কারাগারে পাঠানো হয়েছে। সেখানে বিক্ষোভের সঙ্গে জড়িত অন্যান্য গ্রেফতারকৃতরাও রয়েছেন।

পত্রিকাটির অনুমান,গত চার মাসে দেশে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ গ্রেফতার সম্পর্কে কোন কারণ জানানো হয়নি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি