ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

ওয়াশিংটনে আইসিইটি নিয়ে আলোচনায় ভারত-যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ইনিশিয়েটিভ ফর ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস (আইসিইটি) বিষয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফর করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গত সোমবার ওয়াশিংটনে পৌঁছে পরদিন হোয়াইট হাউসে জ্যাক সুলিভানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।

ভারত-যুক্তরাষ্ট্রের এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এএনআই জানিয়েছে, “আইসিইটি হল ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের পরবর্তী বড় মাইলফলক; এর একটি সরল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া, বিশেষ করে ভারতের স্বার্থের ক্ষেত্রে।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিতের সঙ্গে ছিলেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা, ইসরো চেয়ারম্যান, প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা, টেলিকমিউনিকেশন বিভাগের সেক্রেটারি, ডিজি ও ডিআরডিও। এছাড়া একটি শিল্প প্রতিনিধিদল মার্কিন পক্ষের সঙ্গে সাক্ষাত করেন।

২০২২ সালে জাপানের টোকিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে কোয়াড লিডারস সামিটের একটি সাইডলাইন বৈঠকের পর যে বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে প্রথম আইসিইটির কথা উল্লেখ করা হয়।

হোয়াইট হাউসে ভারতের প্রতিনিধির সঙ্গে আলোচনায়, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে ওয়াশিংটন ও নয়াদিল্লির কৌশলগত, বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক বিষয়ের আলোচনার ওপর ব্যাপক জোর দেওয়া হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি