ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

কংক্রিটের ধ্বংস স্তুপের নিচেই জন্ম নিল শিশু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়া সীমান্ত। চলছে উদ্ধার অভিযান, সেইসাথে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা ছাড়িয়ে যাবে ২০ হাজার। 

উদ্ধার অভিযান যত এগিয়ে যাচ্ছে ততই সামনে আসছে করুণ কাহিনী। এমনই একটি ঘটনা শোনা গেছে সিরিয়ার আলেপ্পো শহরে। যেখানে ধ্বংস্তূপের নিচেই জন্ম হয়েছে এক শিশুর। তবে জন্মের পরপরই শিশুটির মা মারা গেছেন।

তালহা সিএইচ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ওই নবজাতককে উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী একটি শিশুকে হাতে নিয়ে দৌড় দিচ্ছেন। এ সময় নবজাতককে জড়িয়ে নিতে একটি চাদর ছুড়ে দেন কেউ একজন। 

ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘একটি শিশু জন্ম নেওয়ার মুহূর্ত। সিরিয়ার আলেপ্পোতে তার মা ধ্বংস্তূপের নিচে ছিল। শিশুটির জন্মের পরই তার মা মারা গেছেন।’

ওই টুইটার অ্যাকাউন্টে আরও লেখা হয়েছে ‘আল্লাহ সিরিয়া এবং তুরস্কের মানুষকে ধৈর্য্য ধরার শক্তি দিক এবং ভূমিকম্পে হতাহতদের ওপর দয়া প্রদর্শন করুক।’

তবে শিশুটি এখনও বেঁচে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি