ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

ইমরানের সমাবেশে অভিযান, একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৯ মার্চ ২০২৩

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের সমাবেশে পুলিশের টিয়ার শেলে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের সাথে সংঘাতের পর আটক হয়েছে বহু মানুষ।

সমাবেশটি বন্ধে ১শ’ ৪৪ ধারা জারি করা হয়েছে। এক টুইট বার্তায় পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে শনিবার পর্যন্ত সমাবেশ স্থগিত করেন ইমরান।

শাহবাজ সরকারের এই আগ্রাসী আচরণে পাকিস্তানে আইনের শাসন টিকিয়ে রাখা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি।

ভাষণে ইমরান খান বলেন, এখন বিপদ শুধু তার বা তার দলের ওপর নয়, সুপ্রিম কোর্টের ওপরও তা আসবে। এছাড়া শাহবাজ সরকারের সহায়তায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, পিটিআই-কে ক্ষমতাচ্যুত করেছে বলে আবারও অভিযোগ করেন ইমরান।

এদিকে, তেহরিক-ই-ইনসাফের সমাবেশে পুলিশি হামলার বিষয়ে এখনো তেমন কিছু জানায় নি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি