ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

পাকিস্তানে ৬.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৯, আহত ৩ শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২২ মার্চ ২০২৩

পাকিস্তানের উত্তরাংশে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ শতাধিক মানুষ।

আল-জাজিরা জানায়, মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার পর এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পে ভারতের রাজধানী নয়া দিল্লীতেও কম্পোন অনুভূত হয়েছে। 

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দেশটির খাইবার পাখতুখাওয়া প্রদেশে বেশ কয়েকজন নিহত হয়েছে। বহু ভবন ধসে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আটকে পড়েছে অনেক মানুষ। তাদের উদ্ধারে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে। 

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাদ, প্রাচীর ও বাড়ি ধসের ঘটনায় ২ জন মারা গেছে সেখানে এবং ছয়জন আহত হয়েছেন। প্রদেশে আটটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি