ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

নির্বাচনে থাকছেন বাইডেন, দিলেন ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি

আজহারুল ইসলাম

প্রকাশিত : ১০:৫২, ৬ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে থাকছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশ থেকে প্রশ্ন তুলেছেন, তিনি কি এতা বুড়ো হয়েছেন যে ট্রাম্পকে হারাতে পারবেন না? যদিও প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে তার দুর্বল বিতর্কের জন্য নিজের দলের মধ্যেই চাপের মুখে রয়েছেন।  

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কের মঞ্চে দুর্বল পারফরম্যান্সের পর থেকেই বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এ অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে আরও চার বছর দায়িত্ব পালন করতে সক্ষম বোঝাতে নিয়মিতভাবেই ভোটার, ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তা ও দাতাদের সাথে বাড়তি সাক্ষাৎ করছেন তিনি। 

এরই ধারাবাহিকতায় ম্যাডিসনে একটি সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দেন ৮১ বছর বয়সী বাইডেন।

১৭ মিনিটের ভাষণে বাইডেন জানান, তিনি লড়াইয়ের ময়দান ছাড়ছেন না। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারাবেন বলেও দাবি করেন তিনি।  

বক্তব্যের এক পর্যায়ে নিজের বয়সের বিষয়টি টেনে আনেন বাইডেন। তার প্রশ্ন তিনি কি এতোটাই বুড়িয়ে গেছেন যে, ট্রাম্পকে হারাতে পারবেন না? এসময় সমর্থকরা না বলে তার প্রতি আস্থা প্রকাশ করেন।

প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন অনেক ডেমোক্র্যাট নেতা। বেশ কয়েকজন দাতা অর্থ না দেয়ারও হুমকি দিয়েছেন।  

এ অবস্থায় বাইডেনের প্রচার সেল প্রতিটি সুইং রাজ্যে সফরের সূচি তৈরি করেছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে ওইসব রাজ্যে সভা করবেন বাইডেন। যদিও বাইডেনকে সরিয়ে কমলাকেই প্রেসিডেন্ট লড়াইয়ে চাচ্ছেন ডেমোক্যাটদের কেউ কেউ। এ অবস্থায় পেনেসেলভেনিয়ার এক সমাবেশে তাকে সমর্থন করায় রানিংমেট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন।

এদিকে, এক সাক্ষাৎকারে টেলিভিশন বিতর্ক খারাপ পারফরমেন্সেরও ব্যাখ্যা দিয়েছেন বাইডেন। বলেছেন, এটি একটি খারাপ অধ্যায়। সেদিন তিনি খুবই অসুস্থ এবং ক্লান্ত ছিলেন। বিতর্ক মঞ্চেই তার প্রচণ্ড ঘুম আসছিল। সেইসঙ্গে লেগেছিল ঠাণ্ডা।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি