ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রথম নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে তুলোধুনো কমলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৫ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নির্বাচনী সমাবেশেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। প্রায় তিন হাজার মানুষের সমাবেশে ট্রাম্পকে প্রতারক এবং দোষী সাব্যস্ত এক আসামি আখ্যা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

এর আগে কমলাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, তিনি যাই স্পর্শ করেন, তাই ধ্বংস হয়ে যায়। কমলার নির্বাচনী তহবিল নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও করেছে রিপাবলিকানরা। তাদের দাবি, আইনত প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী তহবিলের নিয়ন্ত্রণ নিতে পারেন না কমলা হ্যারিস। 

এর জবাবে বুধবার উইসকনসিনের সমাবেশে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন কমলা হ্যারিস। ভাষণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নভেম্বরের নির্বাচনকে সাবেক একজন কৌসুঁলি এবং দোষী সাব্যস্ত এক আসামির মধ্যে একজনকে বেছে নেওয়ার ভোট বলে অভিহিত করেছেন।

এদিকে, রয়টার্সের জনমত জরিপ অনুসারে প্রেসিডেনশিয়াল নির্বাচনে রিপাবরিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের চেয়ে দুই শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি