বন্যায় বাঁধ ভেঙ্গে সুদানে মারা গেছে অন্তত ৬০ জন
প্রকাশিত : ১২:০৫, ২৭ আগস্ট ২০২৪
যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্যায় বাঁধ ভেঙ্গে ভেসে গেছে অন্তত ২০টি গ্রাম। মারা গেছে কমপক্ষে ৬০ জন। নিখোঁজ রয়েছেন আরও ২ শতাধিক মানুষ।
ভারী বৃষ্টির কারণে রোববার রাতে পোর্ট সুদান শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আরবাত বাঁধটি ভেঙে যায়। পানির তোড়ে ভেসে গেছে ওই এলাকার অন্তত ২০টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হাজারের বেশি ঘর-বাড়ি।
গেল জুন মাস থেকে বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত সুদান। দু’মাসে এ পর্যন্ত মারা গেছে ১৩২ জন।
জাতিসংঘের তথ্য মতে, বৈরী আবহাওয়ায় দেশটিতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩ লাখেরও বেশি।
গৃহযুদ্ধের কারণে আগে থেকেই মানবিক সংকট চলছে সুদানে। এরমধ্যে ভারী বৃষ্টি ও বন্যা, পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। খাদ্য সংকটে থাকা দেশটিতে সম্প্রতি দেখা দিয়েছে কলেরার প্রাদুর্ভাব।
এএইচ
আরও পড়ুন