ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিসভায় একজন রিপাবলিকান রাখবেন হ্যারিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৩০ আগস্ট ২০২৪ | আপডেট: ১০:১৪, ৩০ আগস্ট ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকান রাখবেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

স্থানীয় সময় বৃহস্পতিবার সিএনএনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান কমলা। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিতের পর এটিই কোনো সংবাদমাধ্যমকে দেয়া তাঁর প্রথম সাক্ষাৎকার। 

এসময় ইসরায়েল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান চান বলে জানান কমলা হ্যারিস। সাক্ষাৎকারে অভিবাসন নীতি নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। 

কমলা হ্যারিস নিজের জাতিগত পরিচয় নিয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন সিএনএনকে দেয়া এই সাক্ষাৎকারে।

কমলা হ্যারিস বলেন, ‘আমার মূল্যবোধে কোনো পরিবর্তন হয়নি। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করার সময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমার মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।’

ডেমোক্রেটিক পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে গত ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিসে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনেরই নির্ধারিত হবে কমলা হ্যারিসের ভাগ্য।

বার্তা সংস্থা রয়টার্সের জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন হ্যারিস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি