যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় ৪ জন নিহত
প্রকাশিত : ১২:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন।
স্থানীয় সময় বুধবার রাজধানী আটলান্টার আপালেচি হাইস্কুলে এই ঘটনা ঘটে। হামলার ঘটনার পরপরই পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা স্কুলে ছুটে আসেন এবং এলাকাটিকে ‘কঠোর লকডাউনের’ অধীনে রাখা হয়।
নিহতদের মধ্যে দুজন শিক্ষক, দুজন শিক্ষার্থী বলে জানিয়েছে তদন্তকারী ব্যুরো।
এই হামলায় জড়িত সন্দেহভাজন ১৪ বছর বয়সী এক কিশোরকে আটককের কথা জানিয়েছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার মূল কারণ জানতে তদন্তের কথা জানিয়েছে কর্মকর্তারা।
স্কুলে হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতাকে মহামারি আখ্যা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এএইচ
আরও পড়ুন