নাইজেরিয়ায় জ্বালানীবাহী ট্রাক বিস্ফোরণ, ৪৮ জনের মৃত্যু
প্রকাশিত : ১৫:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২৪
উত্তর-মধ্য নাইজেরিয়ার নিজার প্রদেশে রবিবার একটি জ্বালানীবাহী ট্রাকের সাথে আরেকটি ট্রাকের সংঘর্ষ হলে বিস্ফোরণে অন্তত ৪৮ জনের প্রাণহানি হয়, জানিয়েছে ঐ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
তারা বলছে, ঐ ট্রাকের সাথে যাত্রী এবং গরুবাহী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। অন্য আরও কিছু গাড়ি ঐ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় মিডিয়া জানায়, ঐ ঘটনায় একটি ক্রেন ট্রাক এবং পিকআপ ভ্যানেও আগুন ধরে যায়।
ঐ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসেনি ইব্রাহিম জানান, মৃতের সংখ্যা ৪৮ এবং উদ্ধারকাজ চলছে।
নাইজেরিয়ার রাষ্ট্র মালিকানাধীন ফার্ম এনএনপিসি লিমিটেড গত সপ্তাহে পেট্রোলের দাম ৩৯ শতাংশ বৃদ্ধি করে, যা এক বছরের বেশি সময়ে দ্বিতীয়বারের মত বড় রকমের মূল্যবৃদ্ধি। তবে তেলের সংকট চলছে। ফলে দেশের বড় শহরগুলোতে ঘন্টার পর ঘন্টা ধরে যানবাহন তেলের জন্য অপেক্ষা করছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা
এসবি/
এসবি/
আরও পড়ুন