ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফের ‘হত্যা চেষ্টার শিকার’ ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আবারও ‘হত্যার চেষ্টার শিকার’ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তথা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন মাঠে গলফ খেলার সময় পাশেই গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ধারণা করছে, এর মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তবে ট্রাম্প নিরাপদেই আছেন। 

স্থানীয় সময় রোববার বেলা দেড়টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রাউথ বলে জানা গেছে। তার বয়স ৫৮ বছর। তবে, সে কী উদ্দেশ্যে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি ঘোরাফেরা করছিলেন, তা এখনও জানা যায়নি। 

এছাড়া ট্রাম্পের গলফ কোর্সের কাছে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর অফিসাদের একজন।

ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, তারা এই ঘটনাকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীকে “হত্যা করার প্রচেষ্টা হিসেবে” তদন্ত করছে।

সংবাদমাধ্যম বলছে, ট্রাম্প যখন খেলছিলেন তখন গলফ কোর্স আংশিক বন্ধ রাখা হয়েছিল। ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা তার কিছুটা দূরেই ছিলেন, যখন তারা আগ্নেয়াস্ত্রসহ লোকটিকে দেখতে পান বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একজন কর্মকর্তা বলেন, দেখে মনে হচ্ছিল ওই ব্যক্তি অস্ত্রের নল বেড়ার ভেতর দিয়ে ঢুকাচ্ছিল এবং তখনই এজেন্টরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।

এদিকে, এই ঘটনার পরপরই ট্রাম্প ইমেইল করে তার সমর্থকদের জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন। তিনি আরও বলেছেন, “কখনও আত্মসমর্পণ করব না”।

প্রসঙ্গত, ফ্লোরিডায় তিনটি গলফ কোর্টের মালিক ট্রাম্প। প্রায়শই তার দিন শুরু হয় ওয়েস্ট পাম বিচে অবস্থিত এই গলফ কোর্টে এক রাউন্ড গলফ খেলে। তারপর সেখানেই মধ্যাহ্নভোজন করেন তিনি। ঘটনার সময়ও তিনি সেখানে গলফ খেলছিলেন।

ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, গুলি চলার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে ওই গলফ ক্লাবের একটি ঘরে নিয়ে যায়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস। পেনসিলভানিয়ার ঘটনার পর বড় ধরনের প্রশ্ন উঠেছিল এই বাহিনীর সক্ষমতা নিয়ে। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি