ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইরানে কারাবন্দি ৩৪ নারীর অনশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ইরানের একটি কারাগারে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে রোববার ৩৪ নারী কারাবন্দি অনশন করেন।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থ এএফপি’র।

দেশটিতে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনিকে ঠিকভাবে হিজাব না পরার অপরাধে নৈতিকতা পুলিশ গ্রেফতার ও নির্মমভাবে নির্যাতন করে। গ্রেফতারের তিনদিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে।

এ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর থেকে ইরানী কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘নারী, জীবন, স্বাধীনতা’ নামে তীব্র আন্দোলন শুরু হয়। এতে নির্মমভাবে দমনপীড়ন চালায় ইরানী কর্তৃপক্ষ। হাজার হাজার লোককে গ্রেফতার ও অসংখ্য লোককে হত্যার অভিযোগ ওঠে।

ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, “আজ, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, এভিন কারাগারে ৩৪ জন নারী রাজনৈতিক বন্দী ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী এবং মাশা (জিনা) আমিনী হত্যার স্মরণে অনশনে নেমেছে।”

এদিকে, ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী রয়েছেন। তিনি গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারে এবং কারাগারের বাইরে কাটিয়েছেন এবং বারবার অনশন করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি