ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪
প্রকাশিত : ০৮:২২, ২১ সেপ্টেম্বর ২০২৪
লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) লেবাননে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এ হামলায় শিশুসহ হতাহত হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু বেসামরিক স্থাপনা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইলের চালানো হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিজবুল্লাহর প্রকাশ করা ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর আস্তানায় হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদোয়ান বিশেষ বাহিনী ইউনিটের কয়েকজন জেষ্ঠ্য কমান্ডার নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ এখনও আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি।
এদিকে, লেবাননে ইসরাইলি হামলা ইস্যুতে বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির রাজনীতি ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোসমেরি ডিকার্লো জানান, বৈরুত-তেল আবিব উত্তেজনার জেরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর ইসরাইলের উত্তরাঞ্চল ছেড়ে গেছেন প্রায় ৬০ হাজার বাসিন্দা। বিষয়টিকে চরম উদ্বেগের বলে আখ্যা দিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে হিজবুল্লাহ প্রায় ১৭০টি রকেট হামলা চালায় ইসরাইলের উত্তরাঞ্চলে। গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর এসব হামলা চালানো হয়।
দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।
এএইচ