ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৪

লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় ১০০ জন নিহত এবং অন্তত ৪০০ মানুষ আহত হয়েছে। প্রায় এক বছর ধরে চলা দুই দেশের আন্ত সীমান্ত সংঘর্ষের মধ্যে এক দিনে সর্বোচ্চ হতাহতের সংখ্যা এটি।

লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এদিন এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলি শত্রুদের ক্রমাগত অভিযানে ১০০ জন নিহত এবং অন্তত ৪০০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশু, নারী ও জরুরি কর্মীরা রয়েছে।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছে। এর আগে তারা ৫০ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল।

ইসরায়েল প্রায় এক বছরের আন্ত সীমান্ত সংঘর্ষের পর তাদের মনোযোগ হিজবুল্লাহর দিকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই সংঘর্ষ গত বছরের অক্টোবর মাসে শুরু হয়, যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে একটি নজিরবিহীন আক্রমণ চালায় এবং সেই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।

সূত্র : এএফপি, বিবিসি

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি