ইসরাইলি হামলায় লেবানন থেকে সিরিয়ায় পালিয়েছে ১ লাখ মানুষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৫:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ইসরাইলি বিমান হামলায় অব্যহত থাকায় লেবানন এবং সিরিয়ার প্রায় ১ লাখ নাগরিক লেবানন থেকে সিরিয়ায় পালিয়েছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার একথা জানিয়েছেন।
ফিলিপ্পো গ্র্যান্ডি এক্স-কে বলেন, ‘ইসরাইলের বিমান হামলার কারণে লেবানন থেকে পালিয়ে আসা সিরিয়ায় প্রবেশকারী মানুষের সংখ্যা ১ লাখ ছুঁয়েছে। লেবননের সিরীয় ও লেবানিজদের এই সিরিয়ামুখী জনস্রোত অব্যহত আছে।’
আরও পড়ুন