ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘গ্যাংস্টার’ লরেন্স বিষ্ণোইকে নিয়ে ভারত-কানাডার কোল্ড ওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১৭ অক্টোবর ২০২৪

গত সোমবার (১৪ অক্টোবর) কানাডার পুলিশ দাবি করে, কানাডায় ২০২৩ সালে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের আলোচিত লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং জড়িত। 

তবে  ভারতের কুখ্যাত গ্যাংয়ের নেতালরেন্স বিষ্ণোই বর্তমানে দেশটির আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। আহমেদাবাদ গুজরাটের একটি শহর। 

আর এই কারণে লরেন্স বিষ্ণোইকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। কারাগার থেকে তিনি কীভাবে গ্যাং পরিচালনা করছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। দুটি গণতান্ত্রিক দেশের মধ্যে ঐতিহাসিকভাবে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও একজন গ্যাং নেতা একটি গুরুতর ভূরাজনৈতিক সংকটে কীভাবে জায়গা করে নিলেন, সেটা নিয়েও চলছে নানা বিশ্লেষণ।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে  ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পক্ষে ‘বিষ্ণোই দল (গ্যাং)’ হত্যা করে। 

এমন একসময়ে এ দাবি করা হলো, যখন ওই ঘটনায় ভারত সরকারের জড়িত থাকা নিয়ে কানাডার নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক চলতি সপ্তাহে নজিরবিহীনভাবে তলানিতে এসে ঠেকেছে। এরপর উভয় দেশ পরস্পরের ছয়জন করে কূটনীতিক বহিষ্কার করেছে।

এদিকে জানা গেছে, ২০২২ সালে  প্রথম আলোচনায় আসেন ৩১ বছর বয়সী লরেন্স বিষ্ণোই। ওই বছরের ২৯ মে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্য সিধু মুসওয়ালাকে হত্যা করা হয়। লরেন্সের সহযোগীরা মুসওয়ালাকে হত্যার দায় স্বীকার করেন।

এদিকে গত শনিবার (১২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় ৬৬ বয়সী রাজনীতিবিদ ও রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক আততায়ীর গুলিতে নিহত হন। এ হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং।

বাবা সিদ্দিকের সঙ্গে বলিউডের বিখ্যাত তারকাদের সখ্য সুপরিচিত। বিশেষ করে অভিনেতা সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেশ আলোচিত। বিষ্ণোইয়ের এক সহযোগী ফেসবুকের এক পোস্টে সিদ্দিককে হত্যার দায় স্বীকার করে লিখেন, ‘কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু সালমান খানকে যেই সহায়তা করে তার কথা ভিন্ন...।

বিষ্ণোইয়ের সঙ্গে সালমান খানের দ্বন্দ্ব প্রায় ২৬ বছরের পুরোনো একটি ঘটনাকে কেন্দ্র করে। ১৯৯৮ সালে রাজস্থানে একটি চলচ্চিত্রের শুটিংয়ে গিয়ে বিনোদনমূলক শিকারে বেরিয়েছিলেন সালমান। তখন তিনি দুটি বিরল প্রজাতির কালো হরিণ শিকার করেছিলেন। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ এই প্রজাতির হরিণকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন।

এ বছরের এপ্রিলে মুম্বাইয়ে সালমানের বাসায় গুলি করার ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসএস//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি