ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আদালতের কান্নায় ভেঙে পড়েন ইমরান খানের স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে শুনানি চলাকালে কান্নায় ভেঙে পড়েন তেইরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি নিজের ও স্বামীর প্রতি অবিচারের কথা উল্লেখ করে কান্না করেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। 

এদিন ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট আফজাল মাজোকারের আদালতে ছয়টি মামলায় ইমরান খানের ও অন্য একটি মামলায় নিজের জামিন পেতে হাজির হন তিনি।

ইমরান খানের স্ত্রী বলেন, গত নয় মাস ধরে আমি ন্যায় বিচার পাচ্ছি না। আমি ও আমার স্বামীকে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেঁদে কেঁদে বুশরা বিবি বলেন, কোনো ন্যায়বিচার নেই। তাই আমি বিচার চাইতে আসিনি। এখানের আইনজীবীরা শুধু সময় অপচয় করছে।

তিনি বলেন, কারাগারে যিনি আছেন তিনি কি মানুষ নন? কোনো বিচারক কি এটা দেখছেন না? এখানে যেহেতু কোনো ন্যায়বিচার নেই তাই আমি আর আদালতে আসবো না।

আদালতের কাছে বুশরা বিবি বলেন, বাইরে আমার গাড়িতে সব জিনিসপত্র আছে, আমি কারাগারে যেতে প্রস্তুত।

ইসলামাবাদ উচ্চ আদালতে জামিন পাওয়ার পর গত মাসে কারাগার থেকে ছাড়া পান ইমরান খানের স্ত্রী। তবে ইমরান খান এখনো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারগাররে বন্দি রয়েছেন।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি