ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৮৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১০ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এসময় বাংলাদেশিসহ ৮৯ জনকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির  বিনোদন কেন্দ্রটিতে বিদেশি ওয়েট্রেসের আড়ালে অনৈতিক কার্যক্রম পরিচালিত হতো বলে ।

জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

রোববার (১০ নভেম্বর) কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেন, জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অপারেশন গেগার নামে কুয়ালালামপুর স্ট্রাইক ফোর্স এর মাধ্যমে অভিযান চালানো হয়।

তিনি জানান, এই অপারেশনে গ্রাহক ও কর্মচারীসহ মোট ২১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৩ থেকে ৫৮ বছর বয়সী বিদেশি ও স্থানীয় মিলিয়ে মোট ৮৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ৬১ জন থাই নারী, ১০ জন ভিয়েতনামী এবং একজন লাওতিয়ান, ৬ জন বাংলাদেশি পুরুষ, দুইজন চীনা পুরুষ এবং স্থানীয় নাগরিকদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে।

ওয়ান ইউসুফ বলেন, বৈধ পারমিট না থাকা, পারমিটের অপব্যবহার, অতিবাহিত করা এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করার অপরাধের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে গ্রেফতারকৃত বিদেশিরা পর্যটক হিসেবে দেশে প্রবেশ করেছে এবং পরে এসব কাজে যোগ দিয়েছে। 

তিনি আরও জানান, বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা এবং অতিরিক্ত সময় থাকার কারণে গ্রেফতার বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি