ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী কে এই মার্কো রুবিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ১২ নভেম্বর ২০২৪ | আপডেট: ০৯:৩৩, ১২ নভেম্বর ২০২৪

মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন ফ্লোরিডায় জন্ম নেয়া এই রাজনীতিবিদ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুবিও ২০১৬ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান মনোনয়ন পেতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় তাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়, যার মধ্যে ট্রাম্প রুবিওকে ‘লিটল মার্কো’ বলে আখ্যা দেন এবং রুবিও ট্রাম্পের ‘ছোট হাত’ নিয়ে সমালোচনা করেছিলেন। 

তবে মনোনয়ন বঞ্চিত হয়ে পরবর্তীতে রুবিও ট্রাম্পের প্রতি দৃঢ় সমর্থক হয়ে উঠেছেন এবং সম্প্রতি নির্বাচনি প্রচারণায় তার সঙ্গে প্রকাশ্যে অংশগ্রহণ করেছেন। 

তাকে একসময় ট্রাম্পের সম্ভাব্য সহ-প্রার্থী (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে ভাবা হলেও, সেই স্থানটি জেডি ভ্যান্সের জন্য নির্ধারিত করা হয়।

রুবিও বহু আগে থেকেই আমেরিকার ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন চীন, ইরান ও কিউবার বিষয়ে তিনি শক্তিশালী পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন।

৫৩ বছর বয়সী রুবিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, গত এক দশকে রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে তা পুনরুদ্ধারে জোর না দিয়ে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের দিকে মনোযোগী হওয়া। 

গত এপ্রিল মাসে ইউক্রেনের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের বিরুদ্ধে ভোট দেয়া ১৫ জন রিপাবলিকান সিনেটরের একজন ছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৬২ সালে রুবিওর দাদা কিউবা থেকে পালিয়ে আমেরিকা আসেন। তিনি কিউবা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিককরণের কঠোরবিরোধী। আর ট্রাম্পও এই অবস্থান সমর্থন করেন।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি